এই ইউনিয়নে ২ টি হাট ও বাজার রয়েছে।
১। বাংলাবাজার
২। চর বানিয়াল, বাংলাবাজার।
এখানে প্রতিদিনি কম বেশি জনগনের আসোযাওয়া হয়ে থাকে। তাছাড়া সপ্তাহে রবি বার ও বৃহস্প্রতিবার এই দুই দিন হাট বসে।ওই দিন বিভিন্ন এলাকা থেকে
ব্যবসায়ীরা এসে পাইকারী ও খুচরা ব্যবসায় করে থাকে। বিভিন্ন কাচামাল বা দৈনিন্দন জিসিপত্র সহজেই পাওয়া যায়।
১। বাংলাবাজারঃ এটি ইউনিয়ন পরিষদ এ পাশেই অবন্থিত। এথানে হাজার লোকের আনা গোনা। এই বাজারে দৈনিক লক্ষ লক্ষ টাকা বেচা কেনা করে থাকে। সকালে হাজার মন দুধ এখানে বেচা কেনা হয়। এখানে খাটি দুধের মিশ্টি, দই পাওয়া যায়।
২। চর বানিয়াল, বাংলাবাজারঃ এটি ইউনিয়ন পরিষদ হইতে দক্ষিনে অবস্থিত। এ বাজারে এলাকার জনগন তাদের প্রয়োজনীয় জিনিস পত্র ক্রয় বিক্রয় করে থাকেন। এ বাজারের প্রতিষ্ঠাতা জনাব মোঃ সোহরাব হোসেন পীর। তিনি বাজার এর পাশে স্কুল, মাদ্রাসা এবং নান্দনিক শিল্পের একটি মসজি নির্মান করেছেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস