বাদী বিবাদী
নবু বকাউল সোরহাব চৌকিদার
মামলা নং ০১/২০২৪
মামলা গ্রহনের তারিখঃ ০১/০৩/২০২৪
মামলা নিঃস্পত্তির তারিখ : ৩১/০৩/২০২৪ ইং
মামলার কারন : জমি কেটে ঘর তুলা অবৈধ দখল
মামলার রায় :
মামলার আবেদনকারী ও প্রতিবাদি জবানবন্দি আলাদা আলাদা করে গ্রহন করা হলো। মামলার নথি পত্র পর্যালোচনায় প্রতিবাদির বিরুদ্ধে আনিত আবেদন কারীর অভিযোগ প্রমানিত হয়েছে এবং আবেদনকারী ও প্রতিবাদির সামাজিক অবস্থা এবং পূর্ন মিলন বিষয় সমূহ বিবেচনা করে গ্রাম আদালতের সদস্যদের সাথে পরামর্শ করে ৫:০ ভোটে সিদ্ধান্ত হয়। যেহেতু আবেদনকারী জমিতে মাটি কেটে প্রতিবাদী ঘর তুলেছে। সেক্ষেত্রে আবেদনকারী প্রতিবাদিকে মাটি কাটা বাবদ ৬০,০০০/- ৭ দিনের মধ্যে প্রদান করিবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস