Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বজেট সভা ২০২৫-২০২৬

বাংলাবাজার ইউপির উন্মুক্ত বাজেট সভা

মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়ন পরিষদের ২০২৫-২০২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা হয়েছে। গত মঙ্গলবার (২৭ মে) বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের এই বাজেট সভা অনুষ্ঠিত হয়। সভায় জনসাধারণের সামনে ২০২৫-২০২৬ ইং অর্থ বছরের রাজস্ব বাজেট ১৭ লাখ ৬ হাজার, ৭০০ টাকা ও উন্নয়ন বাজেট ১ কোটি ৭১ লাখ ২৫৭ টাকা, মোট বাজেট ১ কোটি ৮৮ লাখ ৬ হাজার ৯৫৭ টাকার বাজেট ঘোষণা করা হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) ইসমাইল হোসেনের সঞ্চালনায় ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আলেয়া বেগমের সভাপতিত্বে ওই বাজেট সভা অনুষ্ঠিত হয়। এসময় বাংলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম মর্তুজা সরকার, ইউপি সদস্যগণ, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মো. নাছির হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, বিভিন্ন মসজিদের ইমাম, ইউডিসি উদ্যোক্তাগণ, গ্রামপুলিশগণ, এলাকার বিভিন্ন শ্রেণি পেশার লোকজন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রায় ৮০০ লোক উপস্থিত ছিলেন।