বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের অধিকাংশ মানুষ কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে থাকে। পাট তার মধ্যে অন্যতম একটি ফসল। পাট বিদেশে রপ্তানি করে আমাদের দেশ প্রচুর পরিমান বৈদেশিক মুদ্রা আয় করে। এই ছবিটি হচ্ছে কিভাবে কৃষক পাট থেকে আশ ছাড়ায় তারই একটি প্রতি ছবি। ছবিটিতে কৃষক তাদের শিল্প কর্মের মা্ধ্যমে কিভাবে পাট গাছ থেকে আশ ও কাঠ আলাদা করে থাকে তার বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। প্রথমে পাট চাষ করে। তারপর সেই পাট গাছ কেটে এনে পানি ১৫ থেকে বিশদিন বিজিয়ে রেখে পচিয়ে তারপর পানি থেকে উটিয়ে পাট থেকে আশ ও কাঠকে আলাদা করে থাকে । এরপর আশ কে পানিতে পরিষ্কার করে রৌদ্রের মধ্যে শুকিয়ে বাজার জাত করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস